Wellcome to National Portal

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নারায়নগন্জ  সদরের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আমার সর্বদা প্রস্তুত আপনার সেবায়। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার।


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে আইইডিসিআর দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হলো। ইতোমধ্যে ৫ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে আক্রান্তদের কারও মধ্যেই জটিল
বিস্তারিত

 প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে আইইডিসিআর


দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হলো। ইতোমধ্যে ৫ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে আক্রান্তদের কারও মধ্যেই জটিল কোনো উপসর্গ দেখা যায়নি। চিকিৎসা শেষে তারা সবাই বাড়ি ফিরে গেছেন। এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

 

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, খেজুরের কাঁচা রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় নিপা ভাইরাস পাওয়া যায়নি। তবে পাঁচ জনের শরীরে রিওভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত আইইডিসিআরের নিয়মিত গবেষণায় এই ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে।

 

রিওভাইরাসের লক্ষণ সম্পর্কে তিনি জানান, মূলত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় নিউমোনিয়া কিংবা মস্তিষ্কের প্রদাহ (এনকেফালাইটিস) হতে পারে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিতে থাকে।


উল্লেখ্য, বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। শীতকালে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/01/2025
আর্কাইভ তারিখ
31/01/2025