Wellcome to National Portal

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নারায়নগন্জ  সদরের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আমার সর্বদা প্রস্তুত আপনার সেবায়। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার।


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভিটামিন এ + ক্যাম্পেইন
বিস্তারিত

আনন্দঘন পরিবেশে অদ্য রোজ শনিবার ১৫ মার্চ, ২০২৫ তারিখ নারায়নগন্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস, নারায়ণগঞ্জ এর তত্ত্বাবধানে শেষ হয়েছে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন-২০২৫। সকাল ০৮ টা থেকে শুরু ক্যাম্পেইন  বিরতীহীন চলে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। সময়মত এবং সুশৃঙ্খলভাবে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে পেড়ে মায়েরা ছিল আনন্দিত। সদর উপজেলায় সর্বমোট ১৬৯ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। উল্লেখ্য, সদর উপজেলায় ৬-১১ মাস বয়সী ১৩ হাজার ৩১২ জন শিশু  এবং ১২-৫৯ মাস বয়সী ৯২ হাজার ৩১৪ জন এবং প্রতিবন্ধি শিশুর সংখ্যা ৭৫ জন কে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর আগে সকালে স্থায়ী কেন্দ্র শুভ উদ্ভোধন করেন নারায়ণগন্জ জেলার সুযোগ্য  সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান স্যার। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত  সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় ঢাকা, ডা. ইয়াছমিন নাহার স্যার। অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরন করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অত্র অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উম্মে ফারহানা স্যার, এমওডিসি ডা: ইশরাত জাহান, মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা বিনতে সিরাজ,জেলা ইপিআই তত্বাবধায়ক লুৎফর রহমান, এসএসিএমও,প্রধান সহকারী, ক্যাশিয়ার, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ , স্টোর কিপার, অফিস সহকারী সহ অন্যান্য আরো কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 

শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: উম্ম ফারহানা স্যার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সমগ্র কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। মাঠ পর্যায়ে একটি শিশু ও যাতে বাদ না পড়ে সে জন্য মাইকিং এবং ব্যাপক প্রচারনার ব্যবস্থা করা হয়। মাঠ পর্যায়ে সকলের আন্তরিক এবং সম্মিলিত উদ্যোগে ক্যাম্পেইন সফলভাবে সম্পূর্ণ করার জন্য সকল কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উম্মে ফারহানা স্যার।

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/03/2025
আর্কাইভ তারিখ
31/03/2025