✳️ ইনফেকটেড স্ক্যাবিস
এই রোগীর হাতে পায়ে পানি গোটা হয়ে ভরে গিয়েছে এবং পাশাপাশি সেখানে ইনফেকশন হয়ে পুজ জমে আছে।
এ রোগ হলে সারা শরীরেই শুকনা চুলকানি হয়। এই চুলকানি রাতের বেলা বাড়ে।হাতে,কব্জিতে,বগলের নীচে,বুকের আশেপাশে,নাভীর আশেপাশে এবং রানের ভিতরে-বাইরের দিকে ছোট ছোট গোটার মত হয় অনেকের।
ছেলেদের এই রোগ হলে অন্ডকোষে চুলকানি বাড়ে এবং সেখানে ছোট ছোট গোটার মত হয়।
সঠিক চিকিৎসা নিলে এই রোগ সম্পুর্ন ভালো হয়ে যায়।তবে শর্ত হচ্ছে পরিবারের সবাইকেই একসাথে এরোগের চিকিৎসা নিতে হবে।নতুবা আপনি নিজে সুস্থ হয়ে গেলেও যদি বাসায় কারো এ রোগ থেকে যায় তাহলে সেখান থেকে আবার হতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস