সরকারি ও সরকার নিয়ন্ত্রিত কেন্দ্রগুলোতে টিকা নেওয়া যায়। এ টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া যায়। টিকার একটি কার্ড থাকে, যাতে যে টিকা দেওয়া হলো এবং ভবিষ্যতে দেওয়া হবে, তার সম্ভাব্য তারিখ উল্লেখ করা থাকে। যেসব টিকা এসব কেন্দ্রে দেওয়া হয় সেগুলো হলো :
নবজাতক (শূন্য বয়সে) : বিসিজি, পোলিও।
৬ সপ্তাহ বয়সে : ডিপিটি, হেপাটাইটিস বি প্রথম ডোজ
১০ সপ্তাহ বয়সে : ডিপিটি, হেপাটাইটিস বি দ্বিতীয় ডোজ
১৪ সপ্তাহ বয়সে : ডিপিটি, হেপাটাইটিস বি তৃতীয় ডোজ
৯ মাস বয়সে : হাম।
উল্লেখ্য, বিসিজি হচ্ছে যক্ষার টিকা, ডিপিটি ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টঙ্কারের টিকা, হেপাটাইটিস-বি এক ধরনের জন্ডিসের টিকা। পর্যায়ক্রমে সরকারি ব্যবস্থাপনায় এসব টিকা বিনামূল্যে নেওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস